রমজানে ইবাদত সহায়ক অ্যাপ - তানভি ফারদিন | todaybd24.com
শনিবার , ২ এপ্রিল ২০২২ | ২৫শে অগ্রহায়ণ ১৪২৯
 1. অন্যান্য
 2. আন্তর্জাতিক
 3. আয় করুন
 4. আলোচিত সংবাদ
 5. খুলনা
 6. খেলাধুলা
 7. চট্টগ্রাম
 8. জাতীয়
 9. জেলার খবর
 10. টিপস
 11. ঢাকা
 12. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
 13. ধর্ম
 14. নিউজ
 15. পরিবার
esenler korsan taksi
সর্বশেষ খবর টুডে বিডি ২৪ গুগল নিউজ চ্যানেলে।
   

রমজানে ইবাদত সহায়ক অ্যাপ – তানভি ফারদিন

                                           প্রতিবেদক
News Desk
এপ্রিল ২, ২০২২ ৯:৩৪ অপরাহ্ন

Advertisements

বছরঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মুসলিম ধর্মাবলম্বীদের ইবাদতের অন্যতম মাস মাহে রমজান। এ সময় ধর্মপ্রাণ মুসলমানরা নানা রকম ইবাদত যেমন, রোজা রাখা, সেহরি করা, ইফতার, বিভিন্ন দোয়া পড়া, কুরআন তেলাওয়াতসহ আরও বিশেষ আমল করে থাকেন। এসব ইবাদতে সহায়ক হতে পারে মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো সেহরি, ইফতারের সময় জানিয়ে দেবে। জানা যাবে রমজানের ফজিলত, রোজা রাখার নিয়তসহ বেশকিছু দোয়া।

Advertisements
Advertisements
Advertisements

 

মাহে রমজান ২০২২

Advertisements
Advertisements
Advertisements

 

রমজানের যেসব অ্যাপ রয়েছে তার মধ্যে মাহে রমজান ২০২২ অ্যাপটিতে হিজরি ১৪৪৩ হিজরি সালের রমজানের সময়সূচি দেওয়া আছে। সেখানে বিভিন্ন দোয়া ও রোজার নিয়ত দেওয়া আছে। রয়েছে পবিত্র কুরআনসহ আল্লাহর ৯৯টি নাম ও তার অর্থ। চাইলে অ্যাপ থেকেই যে কেউ তসবিহ গুনতে পারবেন। সেটিংস থেকে আপনি কোনো জেলার সময়সূচি জানতে চান সেটিও নির্বাচন করা যাবে। অ্যাপটি সেহরি ও ইফতারের আগে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে। ১১ মেগাবাইট সাইজের ৪.৬ রেটিং প্রাপ্ত অ্যাপটি এ ঠিকানা থেকে (shorturl.at/bpNU6) ডাউনলোড করা যাবে।

 

মুসলিম’স ডে

 

গুগল প্লে স্টোরের ২০১৫ সাল থেকে মুসলিমস ডে অ্যাপটি রয়েছে। শুরুতে অ্যাপের নাম ছিল App Of Ramadan. পরবর্তীতে ওই নামটি পরিবর্তন করে Muslims Day করা হয়। এ অ্যাপটি সব ধরনের আপত্তিকর ও অশালীন বিজ্ঞাপনমুক্ত।

 

অ্যাপটিতে রয়েছে রমজান মাসের সেহরি, ইফতারের ক্যালেন্ডার, সেহরি ও ইফতারের কাউন্টডাউন টাইমার। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়সূচি। রয়েছে নামাজের কাউন্টডাউন টাইমার। এ ছাড়াও ৪.৯ রেটিং পাওয়া এ অ্যাপটি সাজানো হয়েছে-দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দুআ- সমসাময়িক বিষয়বস্তু নিয়ে আর্টিকেল-নির্ভরযোগ্য আলেমদের গবেষণালব্ধ মাসআলা-সুন্নাহসম্মত (মাসনূন) আমল-সমাজে প্রচলিত ভুল ও কুসংস্কারসহ মুসলিম সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় নানা বিষয় নিয়ে। বিশ্বের যে কোনো স্থান থেকে অ্যাপটি চালু করলেই ওই স্থানের পাঁচ ওয়াক্ত নামাজের সময়, নফল নামাজের সময় ও সেহরি ও ইফতারের সময়সহ সবকিছু হোম পেজেই প্রদর্শিত হবে। ইউজারকে শুধু একবারের জন্য জিপিএস লোকেশন চালু করতে হবে। এ ঠিকানা (shorturl.at/jptC3) অ্যাপটি ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন:  পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ ৬৫

 

রমজানের আমল ও ফজিলত

 

এই অ্যাপটিতে পবিত্র রমজানের ৩০ দিনের আমল ও ফজিলত সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে। এখানে পাওয়া যাবে মুসাফির ও অসুস্থ ব্যক্তির রোজা পালনের নিয়মসহ আরও নানা বিষয়ের মাসলা মাসায়েল। প্লে-স্টোরে ৪.৬ রেটিং পাওয়া ৫.৭ মেগাবাইটের এ অ্যাপটি ইতোমধ্যেই ৫ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। এখান (shorturl.at/cpKX6) থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

 

মাহে রমজান অ্যাপ

 

মাহে রমজান অ্যাপ ২০২২ একটি ফ্রি অ্যাপ। এ অ্যাপের মধ্যে রয়েছে রমজান ২০২২-এর সেহরি এবং ইফতারের সময়সূচি। অ্যাপে যেসব ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম- * বাংলাদেশের ৮ বিভাগের রমজানের সময়সূচি * সেহরি এবং ইফতারের দোয়া * কিবলা কম্পাস * তারাবির সালাতের নিয়ম।

 

এ ছাড়াও বিশেষ একটি ফিচার রয়েছে যা সচরাচর অন্য অ্যাপে পাওয়া যায় না সেটি হলো-জাকাত ক্যালকুলেটর। এর মাধ্যমে সহজেই জাকাতের হিসাব করে নিতে পারবেন। আধুনিক ইউজার ইন্টারফেস থাকায় অ্যাপটি ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করবেন রমজান ইবাদতকারীরা। এখান (shorturl.at/lJTXY) থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

সর্বশেষ - রাজনীতি

//whairtoa.com/4/5519413
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
izmit escort kadıköy escort ataşehir escort rize escort uşak escort amasya escort samsun escort ankara escort diyarbakır escort
sincan evden eve nakliyat