ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার | todaybd24.com
মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২ | ২৩শে অগ্রহায়ণ ১৪২৯
 1. অন্যান্য
 2. আন্তর্জাতিক
 3. আয় করুন
 4. আলোচিত সংবাদ
 5. খুলনা
 6. খেলাধুলা
 7. চট্টগ্রাম
 8. জাতীয়
 9. জেলার খবর
 10. টিপস
 11. ঢাকা
 12. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
 13. ধর্ম
 14. নিউজ
 15. পরিবার
esenler korsan taksi
সর্বশেষ খবর টুডে বিডি ২৪ গুগল নিউজ চ্যানেলে।
   

ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার

                                           প্রতিবেদক
News Desk
এপ্রিল ২৬, ২০২২ ১০:১০ অপরাহ্ন

Advertisements

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজার এলাকায় ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীরা। মহাসড়কের এ অংশে কোনো ফুট ওভারব্রিজ না থাকায় সড়কটি পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এলাকাবাসী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে বাজারটিতে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ঝুঁকি নিয়েই সড়কের একপাশ থেকে অন্যপাশে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

Advertisements
Advertisements
Advertisements

 

এদিকে শিক্ষার্থীদের স্কুল-কলেজে পাঠিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকেন অভিভাবকরা। তারা বলছেন, দুই লেনের এ মহাসড়কটি চার লেনে উন্নীত হলেও সড়কের এ অংশে কোনো ফুট ওভারব্রিজ নেই। এমনিক সড়কটির এ অংশে কোথাও গতিরোধক কোনো ব্যবস্থা না থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এতে করে প্রতিনিয়তই শিক্ষার্থীরা মৃত্যু ঝুঁকি নিয়ে সড়ক পার হয়ে স্কুল-কলেজে যাচ্ছেজানা গেছে, চট্টগ্রাম বিভাগের সর্ববৃহৎ সবজির বাজার কুমিল্লার নিমসার। এ বাজার ঘিরে গড়ে উঠেছে বিশাল জনপদ। এছাড়া বাজারটির ৫০০ গজের মধ্যে রয়েছে একটি কলেজ, একটি বালক উচ্চ বিদ্যালয়, একটি বালিকা উচ্চ বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া রয়েছে ৫টি ব্যাংকসহ কয়েকটি এনজিওর অফিস শাখা। শুধু তাই নয়, দেশের অন্যতম বৃহৎ এ সবজির বাজারে দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকযোগে প্রতিদিনই আসে সবজির চালান। ফলে এ বাজারে সকাল থেকে রাত পর্যন্ত লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানালেও আমলে নেয়নি কর্তৃপক্ষ।

Advertisements
Advertisements
Advertisements

 

সরেজমিনে দেখা যায়, চার লেনের এ মহাসড়কের দুই লেনের পর বিভিন্ন ধরনের দোকানপাট ও সবজির বাজার। এসব দোকানপাটের পর আবারও দুই লেন সড়ক। এরপর আবারও দোকানপাট ও সবজির বাজার। ফলে পথচারীদের একপাশে থেকে অন্যপাশে যেতে হলে রাস্তা পারাপারে অনেক ঝুঁকি নিতে হচ্ছে। এছাড়া সড়ক দখল করে বসানো হয়েছে সবজির বাজার। শুধু তাই নয়, বেপরোয়া গতিতে গাড়ি আসলেও তোয়াক্কা করছে না কেউ। গাড়ির সামনে দিয়েই দৌড়ে পার হচ্ছে রাস্তা।

আরও পড়ুন:  গহিন পাহাড় থেকে অস্ত্র উদ্ধার

 

নিমসার জুনাব আলী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ফুট ওভারব্রিজ না থাকায় অনেক ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। অনেকে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। মহাসড়কটির দুপাশেই শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কোনো শিক্ষার্থীর প্রাণ ঝরার আগেই ফুট ওভারব্রিজ নির্মাণ করা জরুরি।

 

শাহাদাত নামে আরেক শিক্ষার্থী বলেন, দুর্ঘটনা রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে একটি ফুট ওভারব্রিজ থাকলে যাতায়াতে সুবিধা হত। বাজারটির কোনো অংশেই সড়কটিতে গতিরোধক না থাকায় বেপারোয়া গতিতে গাড়ি চলাচল করে। ফলে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে।

 

জয়নাল নামে এক ব্যবসায়ী বলেন, রাস্তা পার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। দুর্ঘটনা রোধে প্রশাসন চাইলেই এখানে একটি ফুট ওভারব্রিজ করে দিতে পারে। এতে করে পথচারীদের রাস্তা পারাপারে ভোগান্তি কমবে। দুর্ঘটনার কোনো আশঙ্কা থাকবে না।

 

নাঈমা নামে এক শিক্ষার্থীর বাবা আব্দুল লতিফ বলেন, মেয়ে ছোট রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে। তাই প্রতিদিন মেয়েকে নিয়ে এসে রাস্তা পার করে স্কুলে দিয়ে আসি। আবার স্কুল ছুটি হলে এসে নিয়ে যাই। যদি এখানে ওভারব্রিজ থাকত, তাহলে আর কোনো চিন্তা ছিল না।

 

মোকাম ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী বলেন, এখানে ওভারব্রিজ করার দাবি আমাদের দীর্ঘ দিনের। আমরা চাই প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষপ গ্রহণ করুক। ফলে মহাসড়কের এ অংশে দুর্ঘটনা রোধ হবে।

 

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, মহাসড়কটির দুপাশেই স্কুল কলেজ রয়েছে। ফলে কোমলমতি ছেলে-মেয়েরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারা হয়। এতে করে সবাই আতঙ্কে থাকে। আমরাও চাই এখনে একটি ফুট ওভারব্রিজ হোক। এক্ষেত্রে যদি উপজেলা প্রশাসনের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সেই সহযোগিতার করতে প্রস্তুত।

 

সড়ক ও জনপদ’র (সওজ) কুমিল্লা শাখার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, নিমসারে ওভারব্রিজ নির্মাণ নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সামনের বছর বিষয়টি নিয়ে প্রস্তাব দেওয়া হবে। যত দ্রুত সম্ভব এখানে একটি ওভারব্রিজ নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।।

সর্বশেষ - রাজনীতি

//woafoame.net/4/5519413
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
izmit escort kadıköy escort ataşehir escort rize escort uşak escort amasya escort samsun escort ankara escort diyarbakır escort
sincan evden eve nakliyat