জেলা প্রতিনিধি, কুমিল্লা
রেলওয়ে জেলা চট্টগ্রাম এর মাননীয় পুলিশ সুপার জনাব- মোহাম্মদ হাছান চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার ( ২৪মার্চ) ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক ফেনী রেলওয়ে স্টেশন এবং গোদাম কোয়াটার রেলওয়ে ক্রসিং এলাকায় সম্মানিত যাত্রী এবং সর্বসাধারণ নিয়ে বিট পুলিশিং সভা করা হয়।
সভায় এসআই মোহাম্মাদ সাইফুল ইসলাম চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সবার সহযোগীতা কামনা করে। তাছাড়া ট্রেনের ছাদে,ইন্জিনে ও বাফারে ভ্রমন থেকে বিরত থাকা,অপ্রয়োজনে দরজায় না দাঁড়ানো, ও দুষ্কৃতিকারী কর্তৃক নিক্ষেপ্ত পাথরের আঘাত থেকে রক্ষার জন্য জানালা বন্ধ রাখা,অপরিচিত লোকের দেয়া কোন খাবার বা পানীয় গ্রহন না করা,এবং অবৈধ মালামাল কিংবা মাদকদ্রব্য অথবা সন্দেহজনক ব্যক্তি মনে হলে পুলিশকে অবহিত করার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করে।
পরিশেষে অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিন
পুলিশের সেবা নিন,যাত্রা নিরাপদ ও শুভ হউক কমনা কামনা করে বিট পুলিশিং সভা অদ্যকার মতো সমাপ্ত করে।
সভায় স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্টেশনমাস্টার,,স্হানীয় স্কুল শিক্ষক, রেলওয়ে ওয়ে ম্যান,লেভার,এবং স্টেশনে আগত সম্মানীত যাত্রী সাধারণ উপস্থিত ছিলেন।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed