নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক হোসেন নামে একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই আদেশ প্রদান করেন। এ সময় আরও তিনজনকে খালাস প্রদান করা হয়েছে।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আলমগীর হোসেন এবং মো. মাসুম ওরফে ফালান। তারা দুইজনেই রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা। এদের মধ্যে মাসুম ওরফে ফালান পলাতক রয়েছে।
খালাসপ্রাপ্তরা হলেন- মো. মনির হোসেন ওরফে খাজু মনির, মো. কালু ও মো. রুবেল। তাদের মধ্যে মনির হোসেন ওরফে খাজু মনির ছাড়া সবাই পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০০৯ সালে ১৮ এপ্রিল বিকালে যাত্রাবাড়ী যাওয়ার কথা বলে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মো. সামসুল হকের ছেলে ফারুক হোসেনকে প্রতিবেশী মো. মাসুফ ওরফে ফালান মিয়া ডেকে নিয়ে যায়। এরপর থেকে ফারুক হোসেন নিখোঁজ ছিল। পরে ১৯ এপ্রিল শীতলক্ষ্যার তীরে তার জবাই করার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করলে আদালত বিচারিক কার্যক্রম শেষে রায় প্রদান করেছেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।