টাঙ্গাইলে জমিসংক্রান্ত বিরোধ কেন্দ্র করে আত্মীয়স্বজনদের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধের নাম মোহাম্মদ আলী (৮৫)। তিনি গ্রামের মৃত নগর আলীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় তাদের জমির সীমানাপ্রাচীর তোলা কেন্দ্র করে তার ভাই ও ভাতিজাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মোহাম্মদ আলীর ওপর হামলা করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, নিহতের শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।