আগেই জানা গিয়েছিল, শাকিব খান ও শবনম বুবলীর সন্তানের নাম শেহজাদ খান। এবার সন্তানের স্থিরচিত্র এলো গণমাধ্যমে। সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটিই বুবলী ও তার সন্তানের। বুবলীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, সন্তানের ডাকনাম বীর, ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘বীর’ ছবির নামটিই সন্তানের নাম হিসেবে বেছে নিয়েছেন শাকিব।
এর আগে, নিজের ‘বেবি বাম্পের’ ছবি পোস্ট করার পর থেকেই টক অব দ্য টাউন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এবার জানা গেল, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের মা হয়েছেন এই নায়িকা। শাকিব ও বুবলীর ঘনিষ্ঠ সূত্রে এরই মধ্যে দেশের বেশ কয়েকটি শীর্ষ গণমাধ্যমে সন্তানের ছবিসহ খবর প্রকাশিত হয়েছে।