বগুড়ার শিবগঞ্জ উপজেলার গরু ব্যবসায়ী লাবলু সরকার খুন হয়েছেন তাঁর সাবেক প্রেমিকা ফরিদা বেগমের হাতে। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফরিদার স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের প্রায় ছয় বছর পর ফরিদা বেগমকে (৪৫) গত রোববার গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ফরিদা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদার সহযোগী আবদুল গফুরকে (৪০) গ্রেপ্তার করা হমঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে করে পিবিআইয়ের বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন বলেন, ২০১৬ সালের ১১ জুলাই শিবগঞ্জ উপজেলার বিষ্ণপুর এলাকার একটি মেহগনিবাগান থেকে গরু ব্যবসায়ী লাবলুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন লাবলুর স্ত্রী নূর জাহান খাতুন। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই।সাংবাদ সম্মেলেনে পিবিআই জানায়, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আসামি ফরিদা জানিয়েছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। ফরিদার সঙ্গে পরকীয়া ছিল লাবলুর। এই সম্পর্কের বিষয় জানাজানির পর ফরিদার স্বামী তাঁকে তালাক দেন। স্বামী তালাক দেওয়ায় ফরিদাকে জিম্মি করে অবৈধ মেলামেশা করতেন লাবলু। একপর্যায়ে বিরোধ তৈরি হওয়ায় লাবলু সরকারকে হত্যার পরিকল্পনা করেন ফরিদা। পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের ১০ জুলাই রাত ৯টার দিকে কৌশলে লাবলু সরকারকে মুঠোফোনে শিবগঞ্জের বিষ্ণপুর গ্রামে একটি মেহগনিবাগানে আসতে বলেন। সেখানে আসার পর সহযোগীদের নিয়ে ফরিদা শ্বাস রোধ করে লাবলুকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যানয়।