এক সপ্তাহ আগে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের সবুজ ঘাসে ইতিহাস রচনা করেছিলেন সাবিনারা। তাদের হাত ধরেই ১৯ বছর পর এসেছে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় শিরোপা। এবার পালা জামাল ভূঁইয়াদের। ফিফা প্রীতি ম্যাচে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দশরথে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচ।
কাঠমান্ডুর এ মাঠ যেন স্বজন হয়ে উঠেছে লাল-সবুজদের। সাবিনাদের পয়মন্ত ভেন্যু কি জামালদেরও আনুকূল্য দেবে? সোমবার অনুশীলন শেষে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘এই মাঠে খেলতে নামব বলে বিশেষ অনুভূতি কাজ করছে আমাদের মধ্যে। কারণ এখানে ইতিহাস গড়েছে মেয়েরা। আমাদের মাথায়ও রয়েছে যে, এই মাঠে আমাদেরও জিততে হবে।’ মেয়েদের সাফল্যকে প্রেরণা হিসাবে নেওয়া স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল হিমালয়ের দেশে ওড়াতে চায় বিজয় কেতন। নেপালের বিপক্ষে জয় প্রায় দুই বছর আগে ঢাকায়। ২০২০ সালের ১৩ নভেম্বর প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-০ গোলে। কোচ কাবরেরার গুডবুকে নেই সেই ম্যাচে গোল করা নাবিব নেওয়াজ জীবন। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একমাত্র জয়সূচক গোল করা রাকিব হোসেনের কাঁধে আক্রমণভাগের দায়িত্ব।
এই ম্যাচের আগে দুদলের ২৭ বারের সাক্ষাতে বাংলাদেশ ১৩ এবং নেপাল আটবার জিতেছে। বাকি ছয় ম্যাচ ড্র হয়েছে। এদিকে চুক্তির মেয়াদ শেষের দিকে তাই কোচ কাবরেরা উপভোগ্য ফুটবল এবং জয় চান, ‘ফুটবলে আপনাকে ভুলে যেতে হবে অতীত। নতুন আলোয় এবং নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামতে হবে। আমি মনে করি খেলোয়াড়দের সেটাই করা উচিত। প্রতিপক্ষ স্বাগতিক। গ্যালারি থাকবে তাদের দখলে। তবে এই দলের ওপর আমার বিশ্বাস রয়েছে।’