বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে চলমান দুঃশাসনকে পরাজিত করে জনগণের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবো।’
বুধবার (১ জুন) বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংলাপের পর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, আমরা যারা একমত হচ্ছি, তারা যৌথভাবে আন্দোলন শুরু করবো। নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন শুরু করবো। আগামী দিনের আন্দোলন হবে যুগপৎ। পৃথক কর্মসূচি শেষ পর্যন্ত গণআন্দোলনে রূপ নেবে।’
এর আগে দুপুর সোয়া ১টার দিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। পরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের সঙ্গে সংলাপে বসেন বিএনপি নেতারা।