বাংলাদেশে কোচিং করাতে এসে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ভক্ত হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড।
বৃহস্পতিবার চট্টগ্রামে জাতীয় দলের অনুশীলন শেষে প্রোটিয়া এই সাবেক তারকা ক্রিকেটার বলেন, আমি মোস্তাফিজের ভক্ত। সাদা বলে সে দারুণ এক বোলার। আমি তাকে দেখে রোমাঞ্চিত। এর একটা কারণ, এখনকার ছেলেরা সঠিক প্রশ্ন করে। তারা শিখতে চায়। সাদা বলের কথায় যদি আসি, সামনে বিশ্বকাপ। তাই আমাদের একটু লাগাম টানতে হবে। ছেলেরা ভালোই করছে।জাতীয় দলের হয়ে সবশেষ ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছেন মোস্তাফিজ। এরপর থেকে বাংলাদেশ খেলেছে ১০টি টেস্ট এই ১০টি টেস্টে নিজেকে দূরে সরিয়ে রাখেন দ্য ফিজ।
মোস্তাফিজের টেস্ট খেলায় অনীহা প্রসঙ্গে জাতীয় দলের পেস বোলিং কোচ ডোনাল্ড বলেন, মোস্তাফিজের টেস্ট খেলার বিষয়টি সম্পর্কে বলা কঠিন। ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট বলেছিলেন, ক্রিকেটাররা এক সময় ১২ মাস খেলার জন্য প্রস্তুত ছিল, এখন সেটা কমে এসেছে নয় মাসে। মোস্তাফিজের ব্যক্তিগত পছন্দ নিয়ে তার সঙ্গে কথা বলতে পারি। এটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার।