মানিকগঞ্জে শোভাযাত্রা,পথসভা, কেক কাটা ও কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ এই কর্মসূচি পালন করে। দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহীদ রফিক চত্বরে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
এর আগে দলীয় কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও কোরআন তেলওয়াত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল প্রমুখ।