আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তার, পর আমাদের বলুন।
বিএনপি মহাসচিবের সংযত হয়ে কথা বলার আহ্বানের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাকসংযমী হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জনগণ মনে করে— আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে— এটিই স্বাভাবিক।
ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।