| তানভি ফারদিন |
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কটুক্তির প্রতিবাদে মশাল মিছিল করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। ফরিদপুর জেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় মশাল মিছিলটি রাজেন্দ্র কলেজ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরি রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মেদ