২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের জন্য এক রুশ সেনা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন বলে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভার বরাত দিয়ে বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ইরিনা ভেনেডিক্টোভা বলেন, বর্তমানে হেফাজতে থাকা ওই রুশ সেনার বিরুদ্ধে ইউক্রেনের সুমি অঞ্চলে একজন নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে।যুদ্ধের আইন ও রীতিনীতি লঙ্ঘন’ এবং ‘পূর্বপরিকল্পিত হত্যার’ জন্য রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে পুলিশ তদন্তের পর তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
ওই সেনা বর্তমানে ইউক্রেনীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকলেও এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।
অন্যদিকে, গত মাসে, ভেনেডিক্টোভা বুচাতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১০ রুশ সেনার বিরুদ্ধে তদন্ত শুরু করে। রাজধানী কিয়েভের বাইরের ওই শহরটিতে বেসামরিক নাগরিকদের নির্যাতন, ধর্ষণ এবং হত্যা করা হয় বলে অভিযোগ আছে।