দূর্নীতি ইস্যুতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফকে একহাত নিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। একই বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। খবর এনডিটিভির।
ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে ইমরান খানকে নওয়াজ শরিফের সম্পত্তি নিয়ে কথা বলতে শোনা গেছে। এরপরেই তিনি নওয়াজকে কটাক্ষ করে বলেন, বিশ্বে নওয়াজ শরিফ ছাড়া আর কোনো নেতার বিদেশে বিলিয়ন বিলিয়ন সম্পত্তি নেই।
সমাবেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, এমন একটি দেশের নাম বলুন যার প্রধান বা নেতার বিদেশে এত বিলিয়ন বিলিয়ন সম্পত্তি আছে। এমনকি আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদির দেশের বাইরে কি পরিমাণে সম্পত্তি আছে?
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, কেউ কল্পনা করতে পারবেন না নওয়াজ শরিফের দেশের বাইরে কি পরিমাণে সম্পত্তি আছে। ইমরান খান পররাষ্ট্র নীতিতে এর আগেও ভারতের প্রশংসা করেছেন।
রাশিয়া থেকে কমমূল্যে তেল কেনার জন্য ভারতের প্রশংসা করেন পিটিআই চেয়ারম্যান।