বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেননি, তাদের একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আর সেটি হলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ।
তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিতে বলিয়ান হয়ে সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আওয়ামী সরকার বধির হয়ে গেছে। দেশের সাধারণ মানুষের হাহাকার তাদের কর্ণকুহরে পৌঁছে না। আওয়ামী দুর্নীতিবাজ লুটেরা সরকারকে হটানো এখন সময়ের দাবি।
শুক্রবার বিকালে গাজীপুরের টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।
টঙ্গী পশ্চিম, পূর্ব ও গাছা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, কেন্দ্র ঘোষিত আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি বলেন, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করলেই রাজপথের আন্দোলন সংগ্রাম আরও বেগবান হবে।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির রাজু, সদস্য আব্দুর রহিম খান কালা, কাউন্সিলর শফিউদ্দিন শফি, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন- নাসির উদ্দিন নাসু, আতাউর রহমান আতিক, লিয়াকত আলী, হাজী আবুল কাশেম, জব্বার সরকার, নূর-ই মোস্তফা খান, দানেসুর রহমান, সাদেক খান, শেখ মোহাম্মদ সুমন, সোহেল চৌধুরী, রাকিবুল হাসান সবুজ, রিফাত রশীদ, সুমন লস্কর প্রমুখ।