যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অস্ত্রধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুন) শহরটিতে একটি ছুরিকাঘাতের ঘটনা তদন্তে এবং সন্দেহভাজন হামলাকারীকে ধরতে এক মোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ওই হামলাকারী। এ সময় দুইপক্ষের গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই বন্দুকধারীরও মৃত্যু হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। দুই পুলিশ সদস্য নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।
এল মন্তের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সিয়েস্তা ইন নামের ওই মোটেলে প্রবেশের সঙ্গে সঙ্গেই পুলিশের ওপর গুলি চালানো হয়। তারা এক বিবৃতিতে জানায়, রাতের এ গুলির ঘটনায় এল মন্তে শহর গভীরভাবে শোকাহত। এ ঘটনায় আমরা আমাদের দুজন পুলিশ কর্মকর্তাকে হারিয়েছি।
এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্টের জনগণ। বিক্ষোভের মুখে পড়ে বন্দুক কেনার আইন বদল করা নিয়ে আলোচনায় বসেছে মার্কিন সংসদ।