ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানবাহন চাপ না থাকায় বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনে অবশেষে তিনদিন পর ঢাকাগামী যানবাহন চলাচল করছে। ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে ঘুরে এলেঙ্গা চার লেন মহাসড়কে প্রবেশ করতে হচ্ছে না।
সরেজমিনে রোববার (১ মে) বিকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর ঘুরে মহাসড়কে ঢাকাগামী যানবাহন চলাচল করতে দেখা গেছে। এতে করে ঢাকাগামী পরিবহন মালিক-শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছেন। এছাড়া ঈদে উত্তর-দক্ষিণ বঙ্গের ঘরমুখো মানুষও স্বস্তির কথা জানিয়েছেনজানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত চার লেন। সেখান থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে দুই লেন। এই দুই লেনে বিগত বছরগুলোতে ১৪ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটেন সৃষ্টি হতো। ফলে ঘণ্টার পর ঘণ্টা সীমাহীন দুর্ভোগের শিকার হতেন উত্তর-দক্ষিণ অঞ্চলের ঘরমুখো মানুষ।
কিন্তু এবার মহাসড়কে দেখা গেছে ভিন্ন চিত্র। ছুটির দিন গত শুক্রবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত মহাসড়কে বিভিন্ন সময়ে যানজটে আটকে থাকেনি পরিবহন। তবে, মহাসড়কের কিছু কিছু অংশে থেমে থেমে যানজট সৃষ্টি হলেও স্বাভাবিক গতিতেই পরিবহণ চলাচল করেছে।
অন্যদিকে মহাসড়কের যানজট নিরসনে দিন-রাত কাজ করেছে পুলিশ সদস্য সংশ্লিষ্টরা।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান যুগান্তরকে জানিয়েছেন, রোববার দুপুর থেকে মহাসড়কে যানবাহনের চাপ না থাকায় সেতু পূর্ব থেকে এলেঙ্গা রোডে ঢাকাগামী যানবাহন প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, মহাসড়কে যদি যানবাহনের চাপ বেড়ে যায় তাহলে সেতু পূর্ব গোল চত্বর-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে দিয়ে যানবাহন চলাচলে নির্দেশনা দেয়া হবে। বর্তমানে মহাসড়কের এ দুই লেনে উভয়মুখী যানবাহন স্বাভাবিক গতিতে চলছে।।