“ধীরে ধীরে মিডিয়ায় একটা ভালো অবস্থান তৈরি করছেন তানভি ফারদিন
ব্যবসায়ী বাবার ছেলে ছোটবেলা থেকেই স্বপ্ন বড় হয়ে বাবার মত ব্যবসায়ী হবে হঠাৎ করে একদিন দেখে বাড়ির সামনে মাঠে অনেক মানুষের ভীর মনের মধ্যে প্রশ্ন জাগে এত ভীর কেন? ভীর ঠেলে একটু সামনে এগিয়ে যায়। যেয়ে দেখে একটা নাটকের শুটিং হচ্ছে। অনেক ক্ষন দাঁড়িয়ে শুটিং দেখে,বেশ ভালোই লাগে ছেলেটার।লাইট ক্যামেরা এ্যাকশন নায়ক নায়িকার রোমান্টিক দৃশ্য সব কিছু দেখে তার মনের মধ্যে ও সাধ জাগে মিডিয়া তে কাজ করার।সুযোগ খুজতে থাকে কিভাবে মিডিয়া তে কাজ করা যায়।
একজন দুজন পরিচালকের সাথে পরিচয় হয়।
ধীরে ধীরে মিডিয়ায় নিজের একটা অবস্থান ইতিমধ্যে ফারদিন তৈরি করে ফেলেছে। তার একটি কাজ “অবহেলা” শিরোনামে শর্টফ্লিম টি সম্প্রতি হাজার হাজার দর্শক দেখেছে। এ কাজটি পরিচালনা করেছিলেন তিনি নিজেই
আমরা ফারদিনের সাথে কথা বলে জানতে পারি ব্যবসায়ের ফাঁকে সে মিডিয়া তে কাজ করবে এবং নিজেকে খুলনার একজন শক্তিশালী অভিনেতা প্রতিষ্ঠিত করবে।এটাই তার এখন একমাত্র শপ্ন।
এছাড়া সামনে অনেক ভাল কাজ নিয়ে দর্শকদের সামনে আসবে,সে সকলের কাছে দোয়া ও ভালবাসা চায়।