কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামের শামসু মিয়ার ছেলে মিজানুর রহমান ওরফে কাডি মিজান (৪৫) এবং একই ইউনিয়নের পূর্ব শাহদৌলতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন মৈশান বাড়ির ভাড়াটিয়া আলকাস মিয়ার ছেলে ওমর ফারুক (৩৪)।পুলিশ জানায়, ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহদৌলতপুর পাড়ার খলিলুর রহমান জমির পশ্চিম পাশে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ডাকাতির প্রস্তুতি নেয় তারা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে।
বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, তাদের নিকট থেকে ২টি ছেনি, হাতুড়ি, লোহার রড উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।