ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার জানিয়েছে, তাদের বিমান রাশিয়ার একটি এসইউ-৩৫ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে।
ফেসবুকে ইউক্রেনের বিমান বাহিনী এ বিষয়ে একটি পোস্ট করে। পোস্টে তারা জানিয়েছে, দুপুর ২টার দিকে, বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান রাশিয়ার একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান খেরসনের আকাশে গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে ইউক্রেনীয় বাহিনীর কাছে যে সকল মিগ-২৯ বিমান আছে সেগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমা দেশগুলো থেকে যন্ত্রাংশ এনে অনেকগুলো বিমান ঠিক করা হয়।
যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে ইউক্রেনের কাছে যতগুলো মিগ-২৯ ছিল সেটির সংখ্যা যুদ্ধ শুরু হওয়ার পর আরও বেড়ে যায়।
তবে রাশিয়া প্রায়ই ইউক্রেনের যুদ্ধবিমান ভূপাতিত বা ধ্বংস করার দাবি জানায়। ফলে বর্তমানে ইউক্রেনের হাতে কতগুলো বিমান আছে সেটি নিশ্চিত নয়।
তাছাড়া রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান অনেক ক্ষমতাসম্পন্ন ও আধুনিক। কিন্তু ইউক্রেনে হামলা করার পর রুশ বিমান বাহিনীও অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
সূত্র: সিএনএন