অপু বিশ্বাস আজ একটি ইন্টারভিউতে বলেছেন, শাকিব খান ভালো মনের মানুষ। আবার শাকিবের বাসায় এসে ছেলের জন্মদিন উদযাপন করেছেন অপু।
অন্যদিকে একই দিনে মা হবার খবর নিজেই জানিয়েছেন আরেক নায়িকা বুবলী। কয়েকটি সূত্র বলছে, বুবলীর নাকি ছেলে হয়েছে, নাম হলো শেহজাদ খান।
আর ছেলেটির পিতাও নাকি শাকিব। অন্য একটি সূত্র বলছে, শাকিব-অপু আবার মিলে যাচ্ছেন! আসলে সত্যিই বোঝে আসে না, কোন দিকে গিয়ে থামবে এই গল্প!