কুমিল্লা প্রতিনিধিঃ
গত ৩০/০৩/২০২২ খ্রিঃ তারিখ অনুমান ১৪. ৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের প্রত্যক্ষ তত্বাবধানে মোঃ ফয়েজ ইকবাল, সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেল, কুমিল্লা সঙ্গীয় এসআই ও ফোর্স সহ দাউদকান্দি থানা এলাকায় অবৈধ মজুদ প্রতিরোধ ও ভেজাল বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পৌরসভাস্থ তালতলী সাকিনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এক্সপিড পাম্পের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে জনৈক রাজিব মোল্লার টিনসেড ঘরের সামনে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত ০১টি ট্রাক ভর্তি ভেজাল মিশ্রিত সয়াবিন তেল ও পাম অয়েল সহ আসামী ১। আব্দুল সালাম(৬০), পিতা-মৃত মফিজ মিয়া, মাতা-মৃত ফিরোজা বেগম, সাং-বাশন্ডা, ৮নং ওয়ার্ড, ইউপি-মুন্সিরহাট, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ শরীফ(২৮), পিতা-তাজুল ইসলাম, মাতা-কাজল বেগম, সাং-বদরপুর, ৭নং ওয়ার্ড, ইউপি-শালিকাপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৩। মোঃ তপু(২০), পিতা-ওয়াজ কুরুনী, মাতা-আসমা বেগম, সাং-চর বাউশিয়া, মধ্যমকান্দি, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে-তুজারভাঙ্গা, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাদেরকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এর বর্ণনা : (ক) ০১টি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৯৭১৬, যাহার মূল্য অনুমান ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ) টাকা, (খ) ৪৫(পঁয়তাল্লিশ)টি ভেজাল মিশ্রিত সয়াবিন তৈল ভর্তি নীল রংয়ের ড্রাম, প্রতিটি ড্রামে ১৮৫ লিটার করিয়া মোট (১৮৫ x ৪৫) = ৮৩২৫ লিটার, যাহার মূল্য অনুমান ১১,০০,০০০/-(এগার লক্ষ) টাকা, (গ) ০২টি নীল রংয়ের ভেজাল মিশ্রিত পাম অয়েল ভর্তি ড্রাম, তম্মধ্যে ০১টিতে ১৪০ লিটার, অপরটিতে ১৩৮ লিটার সহ মোট (১৪০+১৩৮) = ৩৪৮ লিটার ভেজাল মিশ্রিত পাম অয়েল তেল, যাহার মূল্য অনুমান ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা, (ঘ) ২৬টি নীল রংয়ের খালি ড্রাম, (ঙ) ০১টি ডিজিটাল স্কেল, (চ) লাল ও নীল রংয়ের ০৪টি বালতি, (ছ) ০১টি Hose pipe নীল রংয়ের।
এই সংক্রান্ত গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানার মামলা নং-২৩, তারিখ-৩১/০৩/২০২২খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-গ রুজু করা হয়েছে।