সাহায্য নিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে হাজির মেসি-নেইমারদের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
ক্যাম্পের শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। ফুটবল, ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টনসহ নানা সামগ্রী রোহিঙ্গা শিশুদের উপহার দিয়েছে মেসি-নেইমারদের ক্লাশরণার্থী শিশুদের খেলাধুলার মাধ্যমে মানসিক দৃঢ়তা বাড়াতে কেনিয়ার কালোবেয়িতে একটি ক্লাব হাউস গঠন (ক্লাবু) সহযোগিতায় ইউএনএইচসিআর ও ফ্রেন্ডশিপের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়।
এগিয়ে যাওয়া ক্লাবু কার্যক্রমে শুরু থেকেই সহযোগিতা করছে পিএসজি।
কক্সবাজারে রোহিঙ্গা শিশুদের মানসিক দৃঢ়তা বাড়াতে ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পিএসজির এনডাওমেন্ট ফান্ডের সহযোগিতায় ভ্রাম্যমাণ স্পোর্টস লাইব্রেরি তৈরি করেছে ক্লাবু। যার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শিশুদের খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল পায়ে আনন্দে মেতে উঠেছিল রোহিঙ্গাশিশুরা। একটি স্কুলও পরিদর্শন করেন পিএসজির প্রতিনিধি। সেখানে পিএসজির জার্সি গায়ে ফুটবল পায়ে মাতে নারীরা। মেতেছে ক্রিকেটেও।
আর ছেলেরা বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টনে মেতেছে আনন্দভরা চিত্তে।
এছাড়া আশপাশের মানুষজনেরাও ছুটে এসেছিল পিএসজির লোগো লাগানো গাড়ি দেখতে। গাড়িকে ঘিরেই ভিড় বেশি দেখা গেছে।
মেসি-নেইমার না আসলেও তাদের দলের এমন বাংলাদেশে আসা কিছুটা হলেও আনন্দের খোরাক জুগিয়েছে রোহিঙ্গা ক্যাম্পের এই শিশুদের।