বিনোদন পোস্ট ডেস্ক –
প্রযোজনা প্রতিষ্ঠান পাম্মি মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে” ও ডালিয়া রেডি থাকো” শিরোনামে সিলেটি ভাষার আঞ্চলিক গান। সম্প্রতি আমেরিকার নিউইয়র্ক শহরের বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়। গানটির লেখা সুর কণ্ঠ দিয়েছেন মুসা মাতাবেদনা। গানটির সংগীত আয়োজন করেছেন সিলেটের জনপ্রিয় সংগীত পরিচালক মুহিন চিশতী।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানজিদা হক। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন গানের শিল্পী নিজেই এবং তার জুটি ডালিয়া।
গানটি কবে মুক্তি পাবে জানতে চাইলে পাম্মি মাল্টিমিডিয়ার কর্ণধার এমএম পাবলু বলেন, আগামী শুক্রবার সন্ধা ৭টায় গানটি প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, গানটি সিলেটি ভাষায় করা হয়েছে।ভিডিও হয়েছে যুক্তরাষ্ট্রে।অন্যান্য সিলেটি গানের চেয়ে এটা পুরোটাই ভিন্ন এবং গানের প্রতিটা কথা মৌলিক। গানটি নিয়ে আমরা সবাই আশাবাদী।
এই প্রসঙ্গে গায়ক মুসা বলেন, নিজের সবটুকু দিয়ে চেস্টা করেছি গানটি ভালো করার।বাকিটা শ্রোতাদের উপর ছেড়ে দিলাম। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার গানটি প্রকাশ করা হবে।