নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শারীরিকভাবে অসুস্থতা ও ঋণের চাপ সহ্য করতে না পেরে সাদ্দাম হোসেন (৩২) নামে এক মিশুকচালক আত্মহত্যা করেছেন।
রোববার রাতে মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলাল খোনার বাড়িতে এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন ওই এলাকার মৃত আবু নাছেরের ছেলে।স্থানীরা জানান, সাদ্দাম হোসেন বেশ কিছুদিন যাবত পেটের পীড়ায় ভুগছিলেন। তিনি বিভিন্নভাবে ঋণগ্রস্ত ছিলেন। সাদ্দাম মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার রাতেও স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাত ৪টায় তার সাদ্দামের স্ত্রী তাকে বিছানায় না পেয়ে ঘরে বাতি জ্বালিয়ে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। তার চিৎকার, চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে সংবাদ পেয়ে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।