ঈদের নতুন একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। গানের শিরোনাম ‘প্রতারণা’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।
সম্প্রতি এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঈদের আগেই জি-সিরিজের ব্যানারে প্রকাশ হবে এ গানটি। এর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, এবার ঈদে কম সংখ্যক কাজই করেছি। এরমধ্যে ‘প্রতারণা’ গানটি অন্যতম। এর কথা-সুর আমার খুব মনে ধরেছে। আশা করছি গানটি ঈদে শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
গানটির গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, এবার ঈদে যে কয়টি গান করলাম তার মধ্যে প্রতীক হাসানের ‘প্রতারণা’ গানটি অন্যতম। গানটি নিয়ে প্রত্যাশাও অনেক। প্রতীক হাসান বরাবরের মতো গেয়েছেও অসাধারণ। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।