ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করার সময় আরিয়ান নামে ১৯ বছর বয়সী এক শ্রমিক তলিয়ে গেছেন।
শনিবার দুপুরে উপজেলার মাছ বাজার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আরিয়ান ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। তিনি আশুগঞ্জে আনন্দ বেকারির শ্রমিক।
স্থানীয়রা জানায়, দুপুরে মাছ বাজার মসজিদ এলাকায় গোসল করতে যান আরিয়ান। মেঘনার ঘাটে বসে মগ নিয়ে গোসল করার সময় নদীতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধারে নামেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকাজ এরই মধ্যে শেষ করা হয়েছে।