সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
শুক্রবার এক শোকবার্তায় আমিরাতের প্রয়াত প্রেসিডেন্টের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবার এবং সে দেশের শোকার্ত নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানান জিএম কাদের। শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মধ্যপ্রাচ্যের নেতা হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান অসামান্য অবদান রেখেছেন। তিনি বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শোকবার্তায় তিনি আশা প্রকাশ করে বলেন, সংযুক্ত আরব আমিরাতের পরবর্তী নেতৃত্বও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের ধারা অব্যাহত রাখবেন।
আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।