তাঁর ছেলে একদম সহজ-সরল প্রকৃতির। এ কাজ তাঁর ছেলে করতেই পারেন না। অঙ্কিতা ভণ্ডারী হত্যাকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত পুলকিত আর্য সম্পর্কে রবিবার এমন মন্তব্যই করলেন তাঁর বাবা বিনোদ আর্য। এই ঘটনার জেরে বিনোদকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে।
উত্তরাখণ্ডে বিনোদ-পুত্র পুলকিতের রিসর্টে রিসেপশনিস্ট হিসাবে কর্মরত ছিলেন ১৯ বছরের অঙ্কিতা। অভিযোগ, রিসর্টে অতিথিদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে অঙ্কিতাকে জোর করতেন পুলকিত। তাতে রাজি না হওয়াতেই তরুণীকে খুন করেন পুলকিত, হোটেলের ম্যানেজার সৌরভ ও সহকারী ম্যানেজার অঙ্কিত। তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন ধৃতরা।