ব্যবহারের উপযোগী টয়লেট নেই ৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে। দেশের ৫৪টি জেলার চার হাজার ৯৫১টি বা ৯ দশমিক ৮ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী কোনো ওয়াশ ব্লক, টয়লেট নেই। ব্যবহারের উপযোগী ওয়াশ ব্লক আছে ১৯ হাজার ৮১৬টি বা ৩৬ দশমিক ৩৫ শতাংশ বিদ্যালয়ে। ব্যবহার উপযোগী টয়লেট আছে ৩৯ হাজার ৯৬৮টি বা ৭৩ দশমিক ৭২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে।
আর ১১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা নেই। এসব বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী নলকূপ বা পানির কোনো উৎস নেই।
বুধবার (৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়।
এর আগে সংসদীয় কমিটি নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য দেশের ৬৪ জেলার সব স্কুলগুলোর তথ্য জানতে চায়। এর প্রেক্ষিতে সব উপজেলা শিক্ষা অফিসারের কাছে এ সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। ৬৪টি জেলার ৫৪ হাজার ৫১১টি বিদ্যালয়ের তথ্য দেওয়া হয়েছে।
দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় আছে মোট ৬৫ হাজার ৫৬৬টি। আগামী বৈঠকে অন্য জেলার স্কুলগুলোর তথ্য চেয়েছে সংসদীয় কমিটি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে উত্থাপিত কার্যপত্রে আরও উল্লেখ করা হয়, ৪৮ হাজার ৪৭৪টি বা ৮৮ দশমিক ৯৩ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী নলকূপ বা পানির উৎস আছে। আর ছয় হাজার ৩৭টি বা ১১ দশমিক ০৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারের উপযোগী নলকূপ বা পানির উৎস নেই।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed