দীর্ঘ ১৯ বছর পর ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
ইতোমধ্যে পদপ্রত্যাশী নেতারা সম্মেলন সফল করার আহবান জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকাসহ সম্মেলনের স্থান জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফেস্টুন, ব্যানার, তোরণ ও বিলবোর্ড লাগিয়েছেন।দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৩ সালে দোহার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল সভাপতি ও আলী আহসান খোকন সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় তারাই দায়িত্ব পালন করছেন। তবে সম্মেলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে প্রচার প্রচারণা।
দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মো. আলমগীর হোসেন সম্মেলনের বিষয়ে বলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের ৫ম সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে উপজেলা ৮টি ইউনিয়ন, সব ওয়ার্ড ও ১টি পৌরসভার কমিটি ইতোমধ্যে সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মির্জা আজম এমপিসহ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে তিনি নিশ্চিত করেছেন।
অপরদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন তা নিয়ে দোহার উপজেলার রাজনীতিক মহলে অনেক জল্পনা-কল্পনা চলছে। পদপ্রত্যাশী নেতারা বিভিন্ন মহলে তদবির করছেন বলে জানা যায়। তবে সভাপতি পদে দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের নাম বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে।
দোহার উপজেলার একাধিক ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী যুগান্তরকে জানিয়েছে, দীর্ঘ সময় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নেতাকর্মীরা অনেকটা ঝিমিয়ে পড়েছেন ও নতুন নেতৃত্ব তৈরির বিষয়ে বাধাগ্রস্ত হয়। তবে এ সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাদের কেন্দ্র মূল্যায়ন করবে বলে তারা মনে করেন।
এছাড়া দোহার উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সবাই আওয়ামী লীগ করে; সব দলের লোকই এখন আওয়ামী লীগে ভিড় জমাচ্ছেন। এই অতিথি পাখি, হাইব্রিড, কালো টাকার মালিক আওয়ামী লীগে আসার একটা সুযোগ নিচ্ছে। এই রাহুগ্রাস থেকে দলকে বাঁচাতে হবে একটা সুসংগঠিত আওয়ামী লীগ দরকার। এটাই আমাদের কামনা। পরিক্ষিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়ার দাবি জানান তারা।
দোহার উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল বলেন, বিএনপি, জামায়াত জোট সরকারের সময়ে দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার কারণে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে হাত ও পা ভেঙে দেওয়া হয়। একাধিক মিথ্যা মামলায় জেলহাজতে থাকতে হয়েছে। আগামী ১৫ মে দোহার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed