হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি হাসপাতালের সিসিইউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রীর বোন চায়না চৌধুরী জানান, শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করায় তাকে ঐদিন রাতে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। আজ রোববার তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হবে।
হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আহসান হাবীব জানান, শনিবার রাত ৩টার দিকে মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্ততি চলছে।
হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, মন্ত্রীর আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। শনিবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া শুরু করেন। বর্তমানে তিনি ভালো আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে আজই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হবে।
উল্লেখ্য, ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed