সড়ক দুর্ঘটনায় আহত চাটমোহর মডেল মসজিদের খাদেম ইসমাইল হোসেন মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
ইসমাইল উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড়গুয়াখড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ইসমাইল হোসেন তার এক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে পাশ্বর্তী ভাঙ্গুড়া উপজেলার রাঙালিয়া গ্রাম থেকে ফিরছিলেন। পথিমধ্যে চাটমোহর-বাঘাবাড়ি সড়কের ভেড়ামাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা ইসমাইল হোসেন মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেম ইসমাইল হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed