অনলাইন ডেস্ক:
এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমেছে। আজ মঙ্গলবার থেকে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৭ হাজার ৯৯ দশমিক চার টাকা।
গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭৮ হাজার ১৪৮ দশমিক ৮০ টাকা। রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৩ হাজার ৫৯৯ দশমিক ৮৪ টাকা। বর্তমানে দাম রয়েছে ৭৪ হাজার ৬৪৯ দশমিক ৬০ টাকা। ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৯ দশমিক ৭৬ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে ৬৩ হাজার ১০২ দশমিক ২৪ টাকা।
সোমবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৬৪ হাজার ৩৫ দশমিক ৩৬ টাকা। ভরিতে দাম কমেছে ৯৩৩ দশমিক ১২ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ৫২ হাজার ৬০৪ দশমিক ৬৪ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৩ হাজার ৩৬২ দশমিক ৮০ টাকা।
ভরিতে দাম কমেছে ৭৫৮ দশমিক ১৬ টাকা
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed