চলছে ৯৪তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটিয়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন তিনি। অস্কারের মঞ্চে সঞ্চালকের গালে সপাটে চড় মেরে আলোচনায় উঠে এসেছেন তিনি।
কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন অভিনেতা উইল স্মিথ। মূলত স্ত্রীকে নিয়ে সঞ্চালকের রসিকতা পছন্দ হয়নি স্মিথের। এ কারণে নিজের আসন থেকে উঠে এসে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন তিনি।
স্মিথের স্ত্রী জা়ডা পিঙ্কেটকে নিয়ে ক্রিস বলেন, জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি আমি। আর এতেই রেগে যান স্মিথ। মঞ্চে এসে চড় মারেন ক্রিসকে! এরপর নিজ আসনে ফিরে গিয়ে চিৎকার করে স্মিথ রককে বলেন, আমার স্ত্রীর নাম তোমার ওই বাজে মুখে আনবে না।
২০১৬ সালেও সঞ্চালনার সময়ে পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস। এবারও রসিকতাই করছিলেন তিনি। এরপরেই এমন কাণ্ড ঘটান স্মিথ।
১৯৯৭ সালের চলচ্চিত্র ‘জি আই জেন’-এ নায়িকার চরিত্রে অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম থাকায় সম্ভবত রসিকতা করে তাঁকে ‘জি আই জেন ২’-এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন ক্রিস।
উইল স্মিথের স্ত্রী অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রান্ত। এই রোগের কারণে মাথার চুল পড়ে যায়। স্ত্রীর অসুস্থতা নিয়ে রকের এমন রসিকতা পছন্দ হয়নি স্মিথের। এ কারণে মেজাজ হারিয়ে তাকে চড় মেরে বসেন তিনি।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed