নিষেধাজ্ঞা সত্ত্বেও সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরতে যাওয়া বিষসহ এক জেলেকে আটক করেছে বনবিভাগ।
রোববার (৩১ জুলাই) বিকেলে পশ্চিম সুন্দরবনের তেরকাটি খাল থেকে তাকে আটক করা হয়।
আটক জেলের নাম আবু সাঈদ (২৯)। তিনি শ্যমনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌখালী গ্রামের মো. আব্দুল খালেক শেখের ছেলে।
এ সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান আবু সাঈদ।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরীর জাগো নিউজকে জানান, সুন্দরবনের পাস পারমিট বন্ধ থাকার পরও প্রতিনিয়ত কিছু অসাধু বিষ প্রয়োগকারী সিন্ডিকেটের সদস্যরা গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রোববার দুপুরে নিয়মিত অভিযানের সময় অবৈধভাবে বনে প্রবেশ ও মাছ শিকারের অভিযোগে জেলে আবু সাঈদকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জেলেদের ব্যবহৃত একটি নৌকা, জাল ও মাছ ধরার বিষ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed