রাজধানীর মোহাম্মদপুরে পুরাতন মালামাল (ভাঙ্গারি) ব্যবসায়ীকে শ্রমিক লীগের অফিসে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মামলা হলে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় মোহাম্মদপুরের পুরাতন তিন রাস্তার মোড় এলাকার ঢাকা মহানগর উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের অফিসে এ ঘটনা ঘটে। শনিবার ভুক্তভোগী মনির হাওলাদার বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেনভুক্তভোগী মনির হাওলাদার জানান, আমাকে পুরাতন মালামাল দেওয়ার কথা বলে মোহাম্মদপুর থানার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির আমার কাছ থেকে বেশ কিছু টাকা নেন। পুরাতন ভাঙ্গারি মালামাল দেওয়ার কথা বলে আজ-কাল করে কয়েকদিন ঘুরানোর পর শুক্রবার বিকালে তার সঙ্গে আমার দেখা হয়। এ সময় আমি তার কাছে টাকাগুলো ফিরিয়ে দিতে বললে হঠাৎ করে তিনি আমাকে চড়-থাপ্পড় দেওয়া শুরু করেন। তখন আমি প্রতিহত করতে গেলে তার সঙ্গে থাকা কয়েকজন মিলে আমাকে ধরে তাজেল গাজীর ৩৩ নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগের অফিসে নিয়ে যান।
তিনি বলেন, সেখানে নিয়ে তাজেল গাজী এবং তার সঙ্গে থাকা ম্যাগনেট বাবু ও নাসিরসহ ৫-৬ জন মিলে আমাকে এলোপাথাড়ি মারধর করা শুরু করেন। এ সময় আমার মাথায় আঘাত লাগে এবং নাক ও মুখমণ্ডল ফেটে যায়। তখন আমার সঙ্গে থাকা দুই লাখ ১ হাজার ২শ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।
তিনি আরও বলেন, মারধরের এক পর্যায়ে আমাকে সেখান থেকে লোকজন উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পরদিন শনিবার (৩০ এপ্রিল) আমি মোহাম্মদপুর থানায় গিয়ে বাদী হয়ে হুমায়ূন কবীর, তাজেল গাজী, ম্যাগনেট বাবু এবং নাসিরকে বিবাদী করে চাঁদাবাজির মামলা দায়ের করি। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার পর থেকে তাদের লোকজন আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ নিয়ে আমি এখন জীবন শঙ্কায় আছি। যেকোনো মুহূর্তে আমার ওপর আবার হামলা হতে পারে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, এ বিষয়ে আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল। আমরা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তাদের মধ্যে একজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছি। বাকীদের আমরা গ্রেফতার করার চেষ্টা করছি।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed