ষষ্ঠ শ্রেণীতে থাকাকালীন কবিতা লেখা দিয়ে লেখালেখিতে তার হাতেখড়ি হয়েছিল। হাজারো কবিতা আর কতগুলো উপন্যাস লেখার পর তিনি কবিতা, উপন্যাসের জগৎ থেকে বেরিয়ে এসে স্ক্রিপ্ট লেখা শুরু করেন। আর সাথে সাথে গানের কথায়াও লিখতে থাকেন।
বর্তমানে একজন নবীন লেখিকা হিসাবে তিনি মিডিয়া জগতে ভালোই সাড়া ফেলছেন।
মাত্র দেড় বছর হচ্ছে তিনি স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন। ছোট,বড় দিয়ে বর্তমানে তিনি মোট ২০-২৫ টার বেশি কাজ করেছেন ইউটিউবের জন্য।
এত অল্প বয়সে এতদূর আসা সত্যিই অবিশ্বাস্য! অনেক অনেক শুভ কামনা রইল পূর্ণিমা রায়’র জন্য।