রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সর শাখায় লুঙ্গি পরে সিনেমা দেখতে যাওয়ায় এক প্রবীণ ব্যক্তিকে টিকিট না দেওয়ার অভিযোগে সরগম সামাজিক মাধ্যম। বিষয়টি ‘বৈষম্য’ বলে উল্লেখ্য করে অনেকে প্রতিবাদ জানাচ্ছেন।
বুধবার (০৩ আগস্ট) ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই প্রবীণ ব্যক্তি দাবি করেন, লুঙ্গি পরেছেন বলে তার কাছে সনি স্কয়ারের কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হয়নি। সেজন্য সিনেমা না দেখেই তাকে বাসায় ফিরে যেতে হচ্ছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে প্রবীণ ব্যক্তি বলেন, ‘লুঙ্গি পরেছি বলে আমার কাছে টিকিট বিক্রি করবে না। এখন সিনেমা না দেখেই চলে যাব। ’
সেই ঘটনার পর ‘পরাণ’ সিনেমার নায়ক শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা মিম ওই প্রবীণ ব্যক্তির খোঁজ চেয়ে ফেসবুকে পোস্ট দেন। তাকে সঙ্গে নিয়ে তারা সিনেমা দেখবেন বলেও জানান।
অবশেষে ওই প্রবীণ ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। তার নাম আমান আলী সরকার। তিনি সিরাজগঞ্জে থাকেন, পেশায় একজন শাড়ি ব্যবসায়ী। কয়েকদিন আগে ঢাকায় ছেলের মিরপুরের বাসায় বেড়াতে এসেছেন তিনি। বুধবার ‘পরাণ’ সিনেমা দেখার জন্য তিনি সনি স্কয়ারে গিয়েছিলেন।
সেই দিনের ঘটনা বর্ণনা দিয়ে আমান আলী সরকার বলেন, ‘‘আমি গতকাল (বুধবার) বিকেল সাড়ে ৪টায় সনি হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। কাউন্টারে দাঁড়িয়ে বললাম, একটা টিকিট দেন। তখন আমাকে বলল, ‘আপনি কি লুঙ্গি পরেছেন?’ আমি বললাম, ‘হ্যাঁ’। তারপর আমাকে বলল, ‘সরি টিকিট হবে না’। ’’
তিনি আরো বলেন, ‘‘এরপর আমি সেখান থেকে চলে আসি; তখন আমাকে দুইজন লোক প্রশ্ন করেন, ‘কাউন্টার থেকে কী বলেছে?’ আমি বললাম, ‘লুঙ্গি পরে এসেছি বলে আমাকে টিকিট দেওয়া হয়নি’। এরপর আমি বাসায় চলে আসি। ’’
ওই প্রবীণ বলেন, ‘শুনলাম নায়িকা নাকি আমাকে বাবা বলেছেন। তাহলে সিনেমা দেখলে আমি আমার মেয়ের সঙ্গেই দেখব। ‘
এদিকে সেদিনের ঘটনা বর্ণনা দিয়ে ভিডিও ধারণকারী এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘মুরব্বিকে টিকিট না দেওয়ায় আমি জিজ্ঞেস করলে কাউন্টার থেকে বলা হয়, ‘লুঙ্গি পরে ঢোকা যাবে না। ’ ২০০১ সাল থেকে নাকি এই নিয়ম চলছে সনিতে। ’’
এদিকে এই ঘটনায় তুমুল সমালোচনার মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, ‘আমরা গ্রাহকদের সঙ্গে কোনো কিছুর ওপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল। ’
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed