গত এক বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ হলেন পিএসজির তারকা লিওনেল মেসি।
বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের নিয়ে করা ফোর্বসের তালিকায় এক নম্বরে জায়গা পেয়েছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার মেসি।গত ১২ মাসে মেসি আয় করেছেন ১৩৩ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের এনবিএ সুপারস্টার লেব্রন জেমস। যিনি লেকার্সের হয়ে খেলেন। গত এক বছরে তিনি আয় করেছেন ১২১.২ মিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার।
গত এক বছরে রোনালদোর আয় ১১৫ মিলিয়ন ডলার। ৯৫ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানে ব্রাজিলীয় তারকা নেইমার।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed