বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রায়ই কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে থাকেন। বলিউডে পা রাখার পর থেকে বেশ কয়েকটি সম্পর্কে জড়ালেও কোনো প্রেম স্থায়ী হয়নি কঙ্গনা রানাউতের।
কঙ্গনার প্রেমিক নেই কেন বা কেন বিয়ে করছেন না— এ প্রশ্ন অনুরাগীদের। এবার তা নিয়ে সরাসরি কথা বললেন ‘কুইন’।
তার দাবি, ছড়িয়ে পড়েছে তিনি মারপিট করেন, কথায়-কথায় ঝগড়া করেন। এ কারণেই নাকি তার বিয়ে হচ্ছে না! সঙ্গে বলতে শোনা যায়, এসব গুজবের ভয়ে কোনো ছেলে নাকি তার কাছাকাছি আসতেই চায় না!
‘ধাকড়’ সিনেমার মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন কঙ্গনা। ছবিতে সুপার স্পাই এজেন্ট অগ্নির চরিত্রে দেখা মিলবে তার। আর তার জন্য কড়া প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে কঙ্গনাকে। শরীরচর্চা করেছেন। ছবির কিছু মারামারির দৃশ্যও তিনি নিজেই শুট করেছেন।
সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘ধাকড়’ সিনেমার মতো আসল জীবনেও ‘টম বয়’? আর তাতেই হেসে কঙ্গনা রানাওয়াত জবাব দেন, ‘এ রকমটা মোটেও নয়। আসল জীবনে আমি কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ তোমার মতো মানুষরা এসব আমার ব্যাপারে বলে বেড়াচ্ছ।’
এর পর সিদ্ধার্থ কান্নান কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘তাহলে তুমি শক্তপোক্ত বলে তোমার বিয়ে হচ্ছে না?’ তাতে নায়িকার হাসির ছলে জানান, ‘হ্যাঁ, কারণ আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে যে আমি ছেলেদের ধরে ধরে পেটাই।’
এই কথোপকথনের সময় হাজির ছিলেন জন আব্রাহামও। তিনি বলেন, ‘সিদ্ধার্থ এসব কথা ছড়িও না’।
এর পর জনকে কঙ্গনার ব্যাপারে বলতে শোনা যায়, ‘আমি শুধু বলতে চাই কঙ্গনা একজন দারুণ অভিনেত্রী। তবে ও চরিত্রের জন্য যাই করুক না কেন, আসল জীবনে ও মোটেও এ রকম নয়। খুব মিষ্টি, খুব স্নেহভরা, ভগবানকে ভয় পায়। পূজাপাঠ করে, যোগা করে। ও আসলেই একজন খুব সাধারণ মানুষ।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed