জাতিসংঘ মহাসচিব বলেন, এই মাস সহানুভূতি ও অনুকম্পার মাস। গভীর চিন্তা ও শিক্ষা নেওয়ার মাস। একে অপরের কাছে আসার এবং পারস্পরিক সহানুভূতির একটি সুযোগ এই মাস।
পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে বিশ্বের কোটি মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পবিত্র রমজান উপলক্ষে এক বাণীতে জাতিসংঘ মহাসচিব এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে আমি একটি অনুশীলন শুরু করেছিলাম, যা আমি গর্বের সঙ্গে মহাসচিব হিসেবেও পালন করে যাচ্ছি। প্রতি রমজানে আমি মুসলিম দেশগুলো সফর করে সম্মানিত বোধ করেছি। সংহতি প্রকাশ করে রোজা রেখেছি এবং সবার সঙ্গে ইফতার করেছি।
কিন্তু দুঃখজনকভাবে কভিড-১৯ মহামারি এই অনুশীলন অসম্ভব করে তুলেছিল। তবে এ বছর আবার এই অনুশীলন শুরু করতে পারব বলে আমি খুশি।
তিনি উল্লেখ করেন, বিয়োগান্ত ও দুর্বিষহ এই সময়ে আমার চিন্তা ও হৃদয় পড়ে আছে সংঘাত, বাস্তুচ্যুত ও ভীতির মধ্যে থাকা মানুষগুলোর মাঝে।
পবিত্র কোরআন শরিফ আমাদের শিখিয়েছে সৃষ্টিকর্তা জাতি ও গোষ্ঠী সৃষ্টি করেছেন, যেন আমরাও একে অপরকে জানতে পারি।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed