কক্সবাজারে সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে ফয়সাল উদ্দিন নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ২৫ বছর বয়সী ফয়সাল একই ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, রোববার খুরুশকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল। ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে নির্ধারিত সময়ে সম্মেলন শেষ হয়। সম্মেলন স্থলে ফয়সালকে আক্রমণের চেষ্টা চালান কলেজছাত্র নুরুল হুদার স্বজনরা। কিন্তু উপস্থিত নেতাকর্মীদের কারণে তারা ব্যর্থ হন। পরে সম্মেলন শেষে ফেরার পথে নুরুলের বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
স্থানীয়রা জানায়, ত্রিভুজ প্রেমের জেরে এর আগে হত্যাকাণ্ডের শিকার হন নুরুল। এ হত্যাকাণ্ডে ফয়সালকে অভিযুক্ত করছিলেন নুরুলের স্বজনরা। এ কারণেই ফয়সালকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শত্রুতার জেরে ফয়সালকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তিনি ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। হত্যাকারীদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed