রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শ্রমিক লীগ নেতা মাহতাবসহ তিনজনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। মাহতাব বাঘা মোটর শ্রমিক ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
বুধবার বিকালে উপজেলার আলাইপুর পদ্মা নদী থেকে বালুভর্তি একটি ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।
বাঘা থানাসূত্রে জানা গেছে, চারঘাটের নৌপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে বাঘা উপজেলার আলাইপুর পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় উপজেলার শ্রমিক লীগ নেতা ও মিলিকবাঘা গ্রামের মাহতাব আলী, একই গ্রামের শাওন আলী ও টাঙ্গাইলের শাহা আলমকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে বালু বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে।
তাদের নামে বালুমহাল ও মাটি নিয়ন্ত্রণ আইনে চারঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে চারঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতি বছর টেন্ডার (দরপত্র) আহ্বান করা হয়। সেখান থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করা যাবে। কিন্তু তারা কোনো অনুমতি বা টেন্ডার ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তবে এ সময় তারা কোনো বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, নৌপুলিশের পক্ষ থেকে তিনজনের নামে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে। তাদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed