বগুড়ায় কলেজছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর দায়ে তিন যুবককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।
দণ্ডিতরা হলেন, শুভাশিষ রায় কনক, শিহাবুর রহমান ও আরিফুল ইসলাম। সবার বাড়ি বগুড়ায়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী ইসমত আরা জানান, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ায় একাদশ শ্রেণির ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা আপত্তিকর ছবি পাঠানো হয়। তখন মেয়েটিকে দেখা করতে বলা হয় এবং অশালীন প্রস্তাবও দেওয়া হয়। এছাড়া মেয়েটির কাছে দাবি করা হয় ২০ হাজার টাকা।
টাকা না দিলে আপত্তিকর ছবি ভাইরাল করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পরে এসব আপত্তিকর ছবি ছাড়া হয় ইন্টারনেটে। এ ঘটনায় একই বছরের ১৩ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাতদের নামে মামলা করেন মেয়েটির বাবা।
পুলিশের তদন্তে এ তিনজনের সম্পৃক্ততা উঠে আসে। তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। রাজশাহী সাইবার আদালতে ২০২১ সালের ৩ অক্টোবর চার্জ গঠন হয়। এরপর আদালতে বিচার শুরু হয়। এ ঘটনায় বাদী, স্কুলছাত্রীসহ নয়জনের সাক্ষ্য নেয় আদালত।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed