প্রতিনিয়ত বাড়ছে ইন্টারনেট জগতের পরিধি। মানুষের দৈনন্দিন জীবনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাজকর্ম এখন অনেকটাই প্রযুক্তিনির্ভর। ফলে উপকার ভোগের পাশাপাশি অনেকেই এর অপব্যবহারের শিকার হন।
সাইবার ক্রাইমের শিকার হলে প্রতিকার পেতে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল, ঢাকা জেলা পুলিশ’ নামে একটি ফেসবুক পেজ। এ পেজের মাধ্যমে সাইবার ক্রাইমের শিকার ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ তার জানাতে পারবেশিগগিরই ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান এ ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
‘সাইবার ক্রাইম মনিটরিং সেল, ঢাকা জেলা পুলিশ’ ফেসবুক পেজের ইনচার্জ ও ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির ইন্সপেক্টর আরাফাত হোসেন বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নতি ও সহজলভ্যতার কারণে নানারকম সাইবার অপরাধ সংঘটিত হচ্ছে। অনেকেই বুঝে আবার না বুঝে সাইবার অপরাধে যুক্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, এই পেজের মাধ্যমে নাগরিকরা তাদের অভিযোগ পুলিশের কাছে জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যেখানে আইনি ব্যবস্থা নেওয়ার, সেখানে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। যেখানে অভিযোগকারীকে করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া দরকার, সেখানে পরামর্শ দেওয়া হবে।
ইন্সপেক্টর আরাফাত বলেন, সাইবার ক্রাইম মনিটরিং সেল ফেসবুক পেজে যে কেউ নিজের অভিযোগ জানানোর পাশাপাশি সাইবার অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা জানতে পারলে এ পেজের মাধ্যমে পুলিশের নজরে আনতে পারবেন।
জানা গেছে, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে ঢাকা বিভাগের প্রতিটি জেলায় নিজ নিজ জেলার নামে সাইবার ক্রাইম মনিটরিং সেল নামের ফেসবুক পেজ চালু করা হয়েছে। এ পেজে কেবল সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। এ পেজটি চালুর ফলে হাতে থাকা মোবাইল দিয়ে পুলিশের কাছে সহজেই অভিযোগ জানানো যাবে।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed