উপমহাদেশের বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমানের জীবন ও কর্ম নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন সন্দিপ বিশ্বাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত ৪৯ মিনিট দৈর্ঘ্যের এ তথ্যচিত্রটির নাম ‘গানের পাখি’।
১৯৪১ সালের ২৮ জুন অবিভক্ত ভারতবর্ষের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের একমাত্র কন্যা ফেরদৌসী রহমান। তার শৈশব এবং কৈশোর কেটেছে কোচবিহার ও কলকাতায়। দেশভাগের পর পরিপূর্ণ শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ঢাকায়।বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে তিনি গানের শুভারম্ভ করেছিলেন। শিশুদের জনপ্রিয় সংগীত শিক্ষার আসর ‘এসো গান শিখি’ দীর্ঘ সাত দশক ধরে বাংলাদেশের সংগীত শিক্ষার প্রসারে অগ্রণী শ্রোতাদের কাছে তার গাওয়া গান আজও সমান জনপ্রিয়।
বাংলা উর্দু মিলিয়ে প্রায় ২৫০টি চলচ্চিত্রে প্লে- ব্যাকের পাশাপাশি তার গাওয়া গানের সংখ্যা প্রায় ৫০০০; যার মধ্যে রয়েছে ভাওয়াইয়া, ভাটিয়ালি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, গজল এবং উচ্চাঙ্গ সংগীত।
এছাড়াও তিনি জার্মান, রুশ, চীনসহ একাধিক ভাষায় গান করেছেন। ফেরদৌসী রহমানের জীবনের এমন নানা দিক ফুটে উঠেছে গানের পাখি ডকুমেন্টারি ফিল্মে। ডকুমেন্টারি ফিল্মটি শিগগিরই প্রকাশ হবে বলে জানা গেছে।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed