ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজারে তেলের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় পরিচালিত ওই অভিযানে দুটি দোকানকে আর্থিক জরিমানা ও আগামী ১০ দিন দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে ওই বাজারের আসাদ স্টোর থেকে ১৫০ লিটার বোতলজাত তেল জব্দ করা হয়। একই পরিমাণ তেল গুদামজাত করে রাখায় দোকানের স্বত্বাধিকারী মোকসেদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ১০ দিনের জন্য দোকানটি বন্ধ করে দেওয়া হয়।
একই বাজারের মফিজ স্টোরে অভিযান চালিয়ে এক লিটারের ৪১ বোতল এবং ১০০ লিটার খোলা তেল জব্দ করা হয়। বোতলে প্রতি লিটার তেলের দাম ১৬০ টাকা লেখা থাকলেও ২৫০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছিল। পরে দোকনের স্বত্বাধিকারী মফিজউদ্দিন শেখকে ৪০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed