চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি পর্যন্ত কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লালারখীল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার সকালে ওই এলাকার ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে (৪০) গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমেদের নেতৃত্বে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ সময় পুলিশ সদস্য মো. জনি খানের (২৮) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অপর পুলিশ সদস্য শাহাদাত হোসেন (২৭), স্থানীয় আবুল কাশেম কালু।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্য মো. জনি খান ও স্থানীয় আবুল কাশেম কালুকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান জানান, হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে। এ হামলায় অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হোম | যোগাযোগ | গোপনীয়তার নীতি | শর্তাবলী
All Rights Reserved By PM LLC © 2020 To Present - Development By Rumel Ahmed